নোটিশ
২০২৩-২৪ সেশনে ডিগ্রি (স্নাতক পাস) ভর্তির প্রাথমিক আবেদন যেসকল শিক্ষার্থীরা
২০২৩-২৪ সেশনে ডিগ্রি (স্নাতক পাস) ভর্তির প্রাথমিক আবেদন যেসকল শিক্ষার্থীরা করেছিলেন কিন্তু কলেজে প্রাথমিক আবেদন ফি জমা দেননি বা জমা দিলেও কলেজ কর্তৃপক্ষ আপনার আবেদন রিসিভ করেনি যার কারণে আপনি ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হননি, তাদের পুনরায় সুযোগ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। কলেজে যোগাযোগ করে পুনরায় প্রাথমিক আবেদন ফি দিবেন, যারা আগে দেননি। আর যারা আবেদন ফি দেওয়ার পরেও কলেজ এপ্রুভ করে নি, তারা শুধু কলেজে যোগাযোগ করুন। ২য় দফায় প্রাথমিক আবেদন নিশ্চায়ন চলবে আগামী ১৯/১২/২০২৪ থেকে ২৪/১২/২০২৪ তারিখ পর্যন্ত। এবং অবশ্যই কলেজ নিশ্চায়নের পরেও পুনরায় রিলিজ স্লিপে আবেদন করতে হবে। মাসের শেষ দিকে বা জানুয়ারির শুরুতেই ১ম রিলিজ স্লিপ দিবে ইনশাআল্লাহ। যারা পূর্বে আবেদন করেও চান্স হয় নি, চান্স পেয়েও ভর্তি হননি বা ভর্তি হলেও বাতিল করেছেন এবং ২য় দফায় নিশ্চায়ন হওয়া সকল শিক্ষার্থীদের ১ম রিলিজ স্লিপে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পছন্দ অনুযায়ী পাঁচটি কলেজ সিলেক্ট করে আবেদন করতে হবে। রিলিজ স্লিপের কপি কলেজে জমা দিতে হবে না বা মোবাইলে মেসেজ আসবে না। শুধু কপি ডাউনলোড করে রাখবেন। সেখানেও চান্স না পেলে ২য় রিলিজ স্লিপে আবেদনের সুযোগ পাবেন।
Powered By: Secure IT Solution
দর্শক